দল বদলু বিধায়কদের বিধানসভা অধিবেশনে উপস্থিত থাকা বাধ্যতামূলক জানিয়ে দিলেন দিলীপ ঘোষ।
নজরবন্দি ব্যুরোঃ বর্তমানে রাজ্য বিধান সভাতে বিজেপির বিধায়কের সংখ্যা ৬ জন। আর দল বদলু বিধায়ক ৮ জন। অভিযোগ, দু-একজন ছাড়া অন্য দল থেকে বিজেপিতে আসা বিধায়কদের অধিকাংশই গত বিধানসভার অধিবেশনে অনুপস্থিত ছিলেন। সেই জন্য এবার থেকে সব বিধায়কদের আগামী বিধান্সভা অধিবেশনে উপস্থিত থাকা বাধ্যতামূলক বলে বার্তা দিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
কিন্তু ইতি মধ্যেই পার্থ বাবু স্পিকার কে চিঠি দিয়ে জানিয়ছেন যে ৫ জন তৃণমূল থেকে বিজেপি তে গিয়েছেন তাঁদের সদস্যপদ খারিজ করা হোক। এই ব্যাপারে স্পিকার ১ মাস সময় নিয়েছেন। এই প্রশ্নের উত্তরে দিলীপ বাবু বলেন তাদের বিজেপি বিধায়ক হিসাবে আগে স্বীকার করে নিক। তারপর আইনের নোটিস দেবে।
কোন মন্তব্য নেই