Header Ads

হিন্দুদের সংখ্যা বেশি তাই তাঁদের কথা অনুযায়ীই দেশ চলবে। বিজেপি নেতার মন্তব্যে তোলপাড় রাজনৈতিক ময়দান।

নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার জাতীয় গণেশ উত্সবের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়েছিলেন চন্দ্রকান্ত পাটিল। সেখানেই তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন ভারতে হিন্দুদের সংখ্যা বেশি তাই তাঁদের কথা অনুযায়ীই দেশ চলবে। তাঁর কথায়, “দেশ সেভাবেই চলবে, যেভাবে দেশের সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা চাইবে। তাঁরা যদি মনে করে দুপুর ১২টার সময়েই গণেশের যাত্রাপালা দেখবে তাহলে তখনই সেটা দেখানো হবে”।
যার ফলে তাঁর বিরুদ্ধে সাম্প্রদায়িক উসকানিমূলক কথা বলার অভিযোগ করেছে বিরোধীরা। ইচ্ছাকৃতভাবে তিনি পরিস্থিতি অস্থির করে তুলতে চাইছেন বলে সরব বিরোধীরা।এই প্রথম নয়, গত সপ্তাহেও বিতর্কে জড়িয়েছিলেন চন্দ্রকান্ত পাতিল। অভিযোগ বন্যাবিধ্বস্ত মহারাষ্ট্রের জলচিত্র খতিয়ে দেখতে গিয়ে দুর্গত মানুষের উপরই ক্ষোভ উগরে দেন তিনি। ত্রাণের আরজি জানানোয় দুর্গতদের ধমক দিতে শোনা যায় তাঁকে। এই ঘটনার পরেও মহারাষ্ট্র সরকারকে তুলোধনা করেন বিরোধিরা।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.