নক্ষত্র পতন! প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি।
নজরবন্দি ব্যুরোঃ প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে নয়াদিল্লির এইমসের ভরতি ছিলেন তিনি। পরে অবস্থা আরও খারাপ হলে তাঁকে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়। সেই অবস্থাতেই শনিবার দুপুর ১২টা ৯ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৮ বছর। প্রসঙ্গত গত ৯ অগাস্ট প্রবল শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর এইমস-এ ভর্তি হয়েছিলেন অরুণ জেটলি।
তার পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। চিকিত্সার দায়িত্বে থাকা ডাক্তারদের দল প্রাক্তন অর্থমন্ত্রীকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু কোন কিছুই কাজে এলো না। প্রসঙ্গত, গত বছর তাঁর কিডনি প্রতিস্থাপন হয়েছিল। তার পর চলতি বছর ক্যান্সারও ধরা পড়ে। শারীরিক অবস্থার প্রবল অবনতি হওয়ায় ২০১৯ লোকসভা নির্বাচনে দাঁড়াতে রাজি হননি তিনি। তাঁর মৃত্যুতে ভারতীও রাজনীতিতে গভীর শোকের ছায়া নেমে আসে।
কোন মন্তব্য নেই