Header Ads

রিয়ালিটি শো থেকে উঠে আসা গায়ক নোবেলের বিতর্কিত মন্তব্য। উত্তাল নেট দুনিয়া।

নজরবন্দি ব্যুরোঃ রিয়ালিটি শো 'সা-রে-গা-মা-পা' শেষ হতেই বিতর্কে জোড়ালেন বাংলাদেশী গায়ক নোবেল। কিন্তু কি নিয়ে এই বিতর্ক? সম্প্রতি বাংলাদেশের এক চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে নোবেল বলেন “রবীন্দ্রনাথের লেখায় নয়, প্রিন্স মাহমুদের লেখায় আমার সোনার বাংলাকে বেশি ভালভাবে ব্যক্ত করা হয়েছে। এই গানের সঙ্গেই জড়িয়ে রয়েছে বাংলাদেশের আবেগ। বাংলাদেশের সঙ্গে, বাংলার মানুষের সঙ্গে এই সোনার বাংলার যোগ অনেক বেশি। এমনকী এই গানটিই বাংলাদেশের জাতীয় সংগীত হোক, এমন দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে মিছিলও হয়েছিল”।
এই ফুটেজ বাইরে বেরনের সাথে সাথে তা ভাইরাল হয়ে যায়। আর তা নিয়ে শুরু হয় বিতর্ক। অনেকে বলেন এই মন্তব্য করে তিনি রবীন্দ্রনাথকে অপমান করেছেন। এক জন শিল্পী কিভাবে এই কথা বলতে পারেন? নোবেলের এই কথার খুব জোরের সাথে বিরোধিতা করেছেন গায়িকা ইমন। তিনি বলেন “শুধুই যে নোবেল বাংলাদেশকে অপমান করেছেন জাতীয় সংগীতের অবমাননা করেছেন এমন নয়, বাঙালির সাংস্কৃতিক আত্ম্যাভিমানে আঘাত করেছেন। একজন শিল্পী হিসেবে আমি এর প্রতিবাদ করেছি”। কি বলেছেন নোবেল? দেখুন নিচের লিঙ্কে ক্লিক করে।
https://www.facebook.com/raj.nayan.927/videos/2304753703174494/
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.