Header Ads

তাইল্যান্ড ওপেনে দ্বিতীয় রাউন্ডই বিদায় সাইনার।

নজরবন্দি ব্যুরোঃ চোট সারিয়ে প্রায় ২ মাস পর খেলাতে ফিরে জিততে পারলেন না সাইনা নেহওয়াল। নেহওয়ালের। তাইল্যান্ড ওপেনে দ্বিতীয় রাউন্ডই ছিটকে গেলেন তিনি। বৃহস্পতিবার সাইনা প্রতিপক্ষ ছিল জাপানের তাকাহাসি। খেলা শুরুর পর প্রথম সেট সহজেই যেটা সাইনা ২১/১৬ তে। কিন্তু তারপর সেভাবে আর কোন সুযোগ দেননি তাকাহাসি।
 শুধু তাই নয়, গেম এবং ম্যাচ যেতে মাত্র ৪৮ মিনিটে। শেষ গেম তাকাহাসি জেতে ২১/১৪ স্কোরে। তবে তাঁর এদিনের খেলা দেখে অনেকের মনে হয়েছে তিনি এখন পুরোপুরি ফিট নন। ওপর দিকে পুরুষদের ডাবলসে সাত্ত্বিকসাইরাজ রানিকরেড্ডি-চিরাগ শেট্টি জুটি সবাইকে চমকে দিয়েছে কোয়ার্টার ফাইনালে উঠে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.