ফের এক বার কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা করতে চাইলেন মার্কিন প্রেসিডেন্ট।
নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন আগে বলেছিলেন ফের বললেন কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা করতে চাইলেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এমনই ইচ্ছাপ্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এর পাশাপাশি এটাও বললেন, কাশ্মীর ইস্যুতে দু'দেশের মধ্যে তখনই মধ্যস্থতা করবে আমেরিকা যখন ভারতের প্রধানমন্ত্রী রাজি থাকবেন। উল্লেখ্য, গত মাসে হোয়াইট হাউসে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প বলেন “নরেন্দ্র মোদী আমাকে কাশ্মীর নিয়ে মধ্যস্থতা করার অনুরোধ করেন”।
ট্রাম্পের ওই মন্তব্যের পর তোলপাড় হয় সংসদ। রাজনাথ সিং সাফ জানিয়ে দেন এরকম কোনও কথা প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টকে দেননি। তার পরেও আবার একবার বললেন ওই একই কথা। যদিও ভারতের তরফ থেকে আবার জানিয়ে দেওয়া হল যে দু দেশের সম্পর্ক নিয়ে তৃতীয় কারও মধ্যস্থতার প্রয়োজন পরবে না।
Loading...
কোন মন্তব্য নেই