ভারতের পরবর্তী কোচ সেই শাস্ত্রীই।
নজরবন্দি ব্যুরোঃ না কোন পরিবর্তন হল না। রবি শাস্ত্রীকেই টিম ইন্ডিয়ার প্রধান কোচ হিসেবে ফের বেছে নিল ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি। সিএসি'র তিন সদস্য কপিল দেব, অংশুমান গায়কোয়াড় ও শান্তা রঙ্গস্বামী শুক্রবার মুম্বইয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সদর দফতরে । ভারতের হেড কোচের পদপ্রার্থীদের ৬ জনের তালিকায় ছিলেন ফিল সিমন্স ।
কিন্তু তিনি শেষ মুহূর্তে তাঁর নাম তুলে নেন। ফলে শেষ পর্যন্ত ৫ জনে এসে দাঁড়ায় কোচ পদের জন্য। ভিডিও কনফারেন্সের মাধ্যমে রবি শাস্ত্রীর ইন্টারভিউ হয় বিকেল ৫টায়। এবং বিরাটের পছন্দকে সম্মান জানিয়ে রবি শাস্ত্রীকেই কোচের পদে বেছে নিল কমিটি ।
কিন্তু তিনি শেষ মুহূর্তে তাঁর নাম তুলে নেন। ফলে শেষ পর্যন্ত ৫ জনে এসে দাঁড়ায় কোচ পদের জন্য। ভিডিও কনফারেন্সের মাধ্যমে রবি শাস্ত্রীর ইন্টারভিউ হয় বিকেল ৫টায়। এবং বিরাটের পছন্দকে সম্মান জানিয়ে রবি শাস্ত্রীকেই কোচের পদে বেছে নিল কমিটি ।

No comments