“তৃণমূল নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে পাকিস্তানের পতাকা পাঠাব”। কেন এ কথা বললেন দিলীপ ঘোষ?
নজরবন্দি ব্যুরোঃ গত কাল বলেছিলেন এবার পাক অধিকৃত কাশ্মীর কে ভারতের মধ্যে দেখতে চাই। আর আজ তৃণমূল নেতাদের বাড়িতে পাকিস্তানের পতাকা পাঠানোর হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। তিনি তাঁর ফেসবুক পেজে লিখেছেন “তৃণমূল পুলিশের মাধ্যমে জায়গায় জায়গায় ভারত মাতা পুজো বন্ধ করার চেষ্টা করছে, যদি তারা নিজেদের শুধরে না নেয় তাহলে আমরা তৃণমূল নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে পাকিস্তানের পতাকা পাঠাব”।
ঠিক কি ঘটেছিল? স্বাধীনতা দিবস উপলক্ষে হাওড়ার বঙ্গবাসীতে ভারতমাতা পুজোর আয়োজন করেছিল বিজেপি। তাদের অভিযোগ পুলিশ পুজ বন্ধ করারা জন্য তৎপর ছিল। শিবপুর থানার পুলিশ এক বিজেপি নেতাকে আটকেও রাখেন বলে অভিযোগ। অপরদিকে কোনায় ভারতমাতার মূর্তি ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এই সব নিয়েই আজ ফের হুঙ্কার ছাড়লেন বিজেপির রাজ্য সভাপতি।
ঠিক কি ঘটেছিল? স্বাধীনতা দিবস উপলক্ষে হাওড়ার বঙ্গবাসীতে ভারতমাতা পুজোর আয়োজন করেছিল বিজেপি। তাদের অভিযোগ পুলিশ পুজ বন্ধ করারা জন্য তৎপর ছিল। শিবপুর থানার পুলিশ এক বিজেপি নেতাকে আটকেও রাখেন বলে অভিযোগ। অপরদিকে কোনায় ভারতমাতার মূর্তি ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এই সব নিয়েই আজ ফের হুঙ্কার ছাড়লেন বিজেপির রাজ্য সভাপতি।


No comments