রাজ্যে হতে চলেছে ১ টি নতুন বিশ্ববিদ্যালয়য় ও ৫টি নতুন থানা।
নজরবন্দি ব্যুরোঃ রাজ্য হতে চলেছে আরও নতুন একটি বিশ্ববিদ্যালয় ও নতুন ৫ টি থানা। আজ রাজ্য মন্ত্রী সভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুরো ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। নতুন বিশ্ববিদ্যালয় এর নাম হবে ‘নিউ স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়’। আর ওপর দিকে নিউ টাউন থানা ভেঙে হচ্ছে ইকোপার্ক থানা ও টেকনোসিটি নিউটাউন থানা।
এবং মুর্শিদাবাদের জলঙ্গি থানা ভেঙে হচ্ছে সাগারপাড় থানা। এছারাও পুজালি চেকপোস্ট হতে চলেছে নতুন থানা। এদিন পুরো ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম জানান মন্ত্রিসভার বৈঠকে সীলমোহর দেয়া হয়েছে এই সিদ্ধান্তের। আগামী বিধানসভার অধিবেশনে বিল পাশ হবার পর জানা যাবে কোথায় হবে এই নতুন বিশ্ববিদ্যালয়য়।
এবং মুর্শিদাবাদের জলঙ্গি থানা ভেঙে হচ্ছে সাগারপাড় থানা। এছারাও পুজালি চেকপোস্ট হতে চলেছে নতুন থানা। এদিন পুরো ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম জানান মন্ত্রিসভার বৈঠকে সীলমোহর দেয়া হয়েছে এই সিদ্ধান্তের। আগামী বিধানসভার অধিবেশনে বিল পাশ হবার পর জানা যাবে কোথায় হবে এই নতুন বিশ্ববিদ্যালয়য়।

No comments