“গুমনামি” ছবি নিয়ে আইনি নোটিস পরিচালক সৃজিতকে।
নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবারই স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পেয়েছে “গুমনামি”র প্রথম টিজার। যা রীতিমতো হিট। কিন্তু টিজার মুক্তি পেতেই আইনি বিতর্কে জড়ালেন পরিচালক সৃজিত। পরিচালকের বিরুদ্ধে অভিযোগ নেতাজি সুভাষচন্দ্র বোসের মতো মহান ব্যক্তিত্বকে ভুল ভাবে তুলে ধরা হয়েছে “গুমনামি” তে। অভিযোগকারীর নাম দেবব্রত রায়।
তিনি একজন নেতাজি গবেষক। গুমনামী বাবাই কি নেতাজি? এ নিয়ে বিস্তর মতপার্থক্য রয়েছে নেতাজি গবেষকদের মধ্যে। কেউ মনে করেন গুমনামি বাবাই নেতাজি। আবার কারও মতে, গুমনামি বাবার সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর কোনও সম্পর্কই নেই। এই বিতর্কের মাঝে গুমনামি বাবাকে নিয়ে সৃজিত মুখোপাধ্যায়কে আইনি নোটিস দেওয়ার পরে ফের বিতর্ক শুরু হয়েছে।
তিনি একজন নেতাজি গবেষক। গুমনামী বাবাই কি নেতাজি? এ নিয়ে বিস্তর মতপার্থক্য রয়েছে নেতাজি গবেষকদের মধ্যে। কেউ মনে করেন গুমনামি বাবাই নেতাজি। আবার কারও মতে, গুমনামি বাবার সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর কোনও সম্পর্কই নেই। এই বিতর্কের মাঝে গুমনামি বাবাকে নিয়ে সৃজিত মুখোপাধ্যায়কে আইনি নোটিস দেওয়ার পরে ফের বিতর্ক শুরু হয়েছে।

No comments