Header Ads

আকাশ ভাঙা বৃষ্টি মহানগরীতে। বাজ পড়ে মৃত্যু ১ জনের। আহত ১০।

নজরবন্দি ব্যুরোঃ শহরের আকাশ কালো তুমুল বৃষ্টি নামল। কলকাতা, দুই ২৪ পরগণা ও সংলগ্ন জেলাগুলিতে একটানা বৃষ্টিতে অনেকটাই নামল তাপমাত্রা। তবে শহর কলকাতায় বজ্রপাতে মৃত্যু। ভিক্টোরিয়ার সামনে বাজ পড়ে মৃত্যু হল একজনের। বিদ্যুত্স্পৃষ্ট হয়ে জখম হয়েছেন ১০ জন। আহতদেরকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। কয়েক ঘন্টায় মুষলধারে বৃষ্টিতে কলকাতার কয়েকটি রাস্তা ডুবে যায়। যানবাহনের গতিও কমে আসে। দুপুর বেলাতেই এইরকম বৃষ্টি নামায় কলকাতার বেশ কিছু রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিলই যে শুক্রবার বৃষ্টির দাপট বাড়বে। ইতিমধ্যে কলকাতা পুরসভায় জরুরি বিভাগের চালু করা হয়েছে কন্ট্রোল রুম। সমস্ত পাম্পিং স্টেশন চালু করা হয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.