Header Ads

ভালো নেই প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি। লাইফ সাপোর্ট সিস্টেম রাখা হয়েছে তাঁকে।

নজরবন্দি ব্যুরোঃ শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে সিস্টেম রাখা হল অরুণ জেটলিকে। হাসপাতাল সূত্রে খবর শুক্রবার প্রাক্তন অর্থমন্ত্রীকে বিশেষ নজরদারিতে এই বিভাগে স্থানান্তরিত করা হয়। এদিন সকালেই প্রাক্তন অর্থমন্ত্রীকে দেখতে যান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শ্বাসকষ্টজনিত সমস্যায় গত ৯ আগস্ট সকালে এইমসে ভর্তি করা হয় অরুণ জেটলিকে। বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞদের নিয়ে তৈরি হয় মেডিক্যাল বোর্ড তারপর প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয়।
 রাতেই প্রাক্তন অর্থমন্ত্রীকে দেখতে যান উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, নির্মলা সীতারমণ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন এবং লোকসভার স্পিকার ওম বিড়লা। ৬৬ বছর বয়েসী এই নেতা মোদী সরকারের প্রথম পর্বে গুরুত্বপূর্ণ পদ সামলাছেন। পরে অসুস্থতার কারণে নির্বাচন থেকে ২০১৯ সালে সরে দাঁড়ান। গত দুবছর ধরে অসুস্থ অরুণ জেটলি। গত বছর কিডনি প্রতিস্থাপন হয় তাঁর। চিকিত্সার জন্য জানুয়ারি মাসে নিউ ইয়র্ক যান ৬৬ বছর বয়সী জেটলি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.