Header Ads

সারদা কাণ্ডে এবার ডাক পড়ল শিক্ষা মন্ত্রীর। কান টানা হল এবার কি মাথা?

নজরবন্দি ব্যুরোঃ দলের মুখপাত্র ডেরেক ও'ব্রায়েনের পর এবার পার্য চট্টোপাধ্যায়। সারদা মামলায় তলব করা হয়েছে, তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে। সিবিআই সূত্রে খবর, শুক্রবারই তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। জানা গেছে, তৃণমূলের মুখপত্র 'জাগো বাংলা' ও অ্যাকাউন্ট সংক্রান্ত লেনদেন নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্যই তাঁকে তলব করা হয়েছে।
 সারদা চিটফাণ্ড তদন্তের সঙ্গে যুক্ত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকদের দাবি, সারদা গোষ্ঠীর বিভিন্ন আর্থিক লেনদেনের তদন্ত করতে গিয়ে তৃণমূলের দলীয় মুখপত্রের ব্যাঙ্ক অ্যাকাউন্টের যোগ উঠে আসে। তদন্তকারীদের দাবি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে জাগো বাংলার যে অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টে কী ভাবে সারদার টাকা পৌঁছলো তা নিয়ে তাঁরা তদন্ত করছেন। সারদা, নারদা, রোজভ্যালি সব কিছুর তদন্তে বেশ কিছু দিন ধরে তৎপর সিবিআই, ইডি কারণ তাঁরা খুব তাড়াতাড়ি চূড়ান্ত চারসিট পেশ করতে চলেছে আদালতে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.