Header Ads

মৃত্যুর কিচ্ছুক্ষণ আগে শেষ টুইট করেন সুষমা। কি নিয়ে ছিল সেই টুইট?

নজরবন্দি ব্যুরোঃ চলে গেলেন বিদেশমন্ত্রী তথা বিজেপি নেত্রী সুষমা স্বরাজ। মঙ্গলবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হন তিনি। তড়িঘড়ি দিল্লির এইমসে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। তাঁর দলের নির্বাচনী ইস্তাহারে ৩৭০ ধারা লোপের কথা উল্লেখ ছিল আর গত কাল তা সফল ভাবে বাস্তবায়িত করেছে তাঁর দল।
 তা নিয়ে তিনি খুব খুশি ছিলেন। আজ সন্ধ্যা ৭টা ২৩মিনিটে শেষ বার টুইট করেন সুষমা স্বরাজ। সেই টুইটে তিনি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে লেখেন “প্রধানমন্ত্রীজি আপনাকে অভিনন্দন। অসংখ্য ধন্যবাদ। বেঁচে থাকতে এই দিনটা দেখার অপেক্ষাতেই ছিলাম”।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.