Header Ads

আবার মেট্রোতে আটকে গেল যাত্রীর হাত!

নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন আগে সজল কাঞ্জিলালের মৃত্যুকে ঘিরে উত্তাল হয়েছিলো কলকাতা। আর ফের আবার একবার মেট্রোর দরজায় যাত্রীর আটকে যাওয়ার অভিযোগ। এবার কে কলেজ ছাত্রী। নাম আত্রেয়ী ভট্টাচার্য। পার্কস্ট্রিট থেকে ওঠার সময় এই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ। যদিও মেট্রো কর্তৃপক্ষের দাবি কেউ বিষয়টি নিয়ে অভিযোগ জানাননি।
সিসিটিভি ফুটেজেও কিছু পাওয়া যায়নি। যদিও আতঙ্কিত যাত্রী রেলমন্ত্রীকে টুইট করে ঘটনাটি জানিয়েছেন। আত্রেয়ীর অভিযোগ তার পার্ক স্ট্রিট স্টেশন থেকে যখন মেট্রোয় উঠতে যান ঠিক তখন এসি রেকের দরজাটি বন্ধ হয়ে যায়। মেট্রোর দরজায় আটকে পড়েন তিনি। কোন মতে অন্য যাত্রীরা তাকে টেনে ভেতরে ঢোকান। যদিও পার্ক স্ট্রিটে স্টেশন এমন কোনও ঘটনাই ঘটেনি বলে দাবি করেছে মেট্রো কর্তৃপক্ষ।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.