প্রয়াত সুষমা স্বরাজ
নজরবন্দি ব্যুরোঃ প্রয়াত হলেন প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ।।অনেকদিন ধরেই হৃদরোগে ভুগছিলেন তিনি । আজ তাঁর অবস্থার অবনতি হওয়ায় নয়াদিল্লির AIIMS এ ভর্তি করা হয় ।মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিলো ৬৭ বছর। শারীরিক অসুস্থতার কারণে এবার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। ভারতীয় রাজনীতির আকাশে এক উজ্জল নক্ষত্র ছিলেন তিনি।
সবচেয়ে প্রভাবশালী মহিলা রাজনীতিবিদদের মধ্যে সবার উপরের সারিতে উচ্চারিত হয় তাঁর নাম। অটল বিহারী বাজপেয়ী এবং মোদি মন্ত্রিসভায় একাধিক মন্ত্রিত্বও সামলেছেন তিনি। প্রাক্তন বিদেশ মন্ত্রী তথা বলিষ্ঠ বিজেপি নেত্রী সুষমা স্বরাজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ট্যুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী লেখেন, “অসাধারণ বক্তা এবং সাংসদ ছিলেন সুষমাজি। দলের সকলে তাঁকে সম্মান করতেন। আদর্শ এবং বিজেপির স্বার্থ নিয়ে কখনওই আপস করেননি। দলের উন্নতিতে বিরাট ভূমিকা ওঁর”।
কোন মন্তব্য নেই