লাল-হলুদের শতবর্ষের তোরণ ভেঙে দিলেন মোহনবাগানের জার্সি পড়া উশৃঙ্খল সমর্থক!
নজরবন্দি ব্যুরোঃ কোলকাতার বট তলা সাক্ষি থাকল এক অতি লজ্জার ঘটনার।ইস্টবেঙ্গলের শতবর্ষের তোরণ ভেঙে দিলেন মোহনবাগানের জার্সি পড়া গোটা কয়েক সমর্থক। কিন্তু আপ্নার্য বলুন এদের সমর্থক কি বলা যায়? এই লজ্জা শুধু মোহনবাগানের নয় এই লজ্জা বাঙালির ফুটবলের।
এই ঘটনায় ইস্টবেঙ্গলের কাছে দুঃখপ্রকাশ করেছেন বাগানের শীর্ষকর্তা সৃঞ্জয় বোস ও দেবাশিস দত্ত। তারা জানিয়েছেন নিজেদের খরচে নতুন করে তোরণ তৈরি করে দেবে মোহনবাগান। এবং তার সঙ্গে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানিয়েছে মোহনবাগান।
এই ঘটনায় ইস্টবেঙ্গলের কাছে দুঃখপ্রকাশ করেছেন বাগানের শীর্ষকর্তা সৃঞ্জয় বোস ও দেবাশিস দত্ত। তারা জানিয়েছেন নিজেদের খরচে নতুন করে তোরণ তৈরি করে দেবে মোহনবাগান। এবং তার সঙ্গে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানিয়েছে মোহনবাগান।

No comments