ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারিয়ে কলকাতা লিগে লিগেরএক নম্বর দল এখন জর্জ টেলিগ্রাফ।
নজরবন্দি ব্যুরোঃ আজ কলকাতা লিগে নিজেদের প্রথম ম্যাচে জর্জের কাছে ১-০ গলে হারলো লাল-হলুদ। এদিন দলে পরীক্ষার জন্য বেশ কয়েকটি পরিবর্তন করেছিলেন লাল-হলুদ কোচ আলেহান্দ্রো । জামশেদপুর ম্যাচের দলের থেকে এদিন মোট আটজন খেলোয়াড় পরিবর্তন করেছিলেন গার্সিয়া। কিন্তু সেই পরীক্ষায় ডাহা ফেল লাল-হলুদ কোচ।
দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময় গোল করে জর্জকে জেতান জাস্টিস মর্গান। এই ম্যাচ জিতে জর্জ টেলিগ্রাফ এই মুহূর্তে উঠে এল কলকাতা লিগেরএক নম্বরে। লিগের প্রথম দু'টি ম্যাচই জিতেছিল জর্জ। দলের বেশিরভাগ ফুটবলারই পুরনো। কোচ রঞ্জন ভট্টাচার্য পাঁচ বছর রয়েছেন জর্জের সঙ্গে। কয়েক দিন আগে বাংলা সন্তোষ ট্রফির কোচ করেছে তাঁকে। রঞ্জন নিজে এক বছর ইস্টবেঙ্গলেও খেলেছেন। আগেই বলেছিলেন যে আক্রমণাত্মক ফুটবল খেলবেন। ম্যাচে দেখাও গেল সেটাই। যদিও শেষের দিকে নিজেদের গোলের সামনে পায়ের জঙ্গল তৈরি করে ইস্টবেঙ্গলের কাজ আরও কঠিন করে দিয়েছিলেন বুদ্ধিমান কোচ রঞ্জন।
দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময় গোল করে জর্জকে জেতান জাস্টিস মর্গান। এই ম্যাচ জিতে জর্জ টেলিগ্রাফ এই মুহূর্তে উঠে এল কলকাতা লিগেরএক নম্বরে। লিগের প্রথম দু'টি ম্যাচই জিতেছিল জর্জ। দলের বেশিরভাগ ফুটবলারই পুরনো। কোচ রঞ্জন ভট্টাচার্য পাঁচ বছর রয়েছেন জর্জের সঙ্গে। কয়েক দিন আগে বাংলা সন্তোষ ট্রফির কোচ করেছে তাঁকে। রঞ্জন নিজে এক বছর ইস্টবেঙ্গলেও খেলেছেন। আগেই বলেছিলেন যে আক্রমণাত্মক ফুটবল খেলবেন। ম্যাচে দেখাও গেল সেটাই। যদিও শেষের দিকে নিজেদের গোলের সামনে পায়ের জঙ্গল তৈরি করে ইস্টবেঙ্গলের কাজ আরও কঠিন করে দিয়েছিলেন বুদ্ধিমান কোচ রঞ্জন।

No comments