পুরোহিত সম্মেলনে এবার তৃণমূল।পুরোহিত ভাতা দেবার প্রতিশ্রুতি মন্ত্রীর।কটাক্ষ দিলীপের।
নজরবন্দি ব্যুরোঃ সব পুরোহিতকে ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। রানি রাসমনি রোডের সমাবেশে প্রকাশ্যে বললেন মন্ত্রী। শীঘ্রই এই আবেদন জানিয়ে তিনি মুখ্যমন্ত্রীর কাছে দরবার করবেন বলেও আশ্বাস দেন মন্ত্রী।পুরোহিতদের দাবি মতো তাঁদের ভাতার বিষয়টি সুনিশ্চিত করার প্রতিশ্রুতি দেন রাজীব বন্দ্যোপাধ্যায়।
এই পুরোহিত সম্মেলন প্রথম শুরুটা হয়েছিল বীরভূমে। লোকসভা ভোটের আগে বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল পুরোহিত সম্মেলন করেছিলেন । এবার সেই পথ ধরেই রাজ্যব্যাপী পুরোহিতদের একত্রিত করার লক্ষ্যেই রানি রাসমনি রোডে সম্মেলনের কর্মসূচি নিয়েছে তৃণমূল। অন্যদিকে, এই সবটাই ভোটবাক্সের রাজনীতি বলে কটাক্ষ করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন ‘বিজেপির দেখানো পথেই হাঁটছে তৃণমূল’।

No comments