Header Ads

সিবিআই হেপাজতে দফায় দফায় জেরা চলছে পি চিদম্বরমের। কি প্রশ্ন করা হচ্ছে তাঁকে? জেনে নিন।

নজরবন্দি ব্যুরোঃ পাঁচদিনের সিবিআই হেপাজতে রয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। আর তার প্রথম দিনই কাটল অভিনব পথে। দফায় দফায় জেরা করা হয় তাঁকে রাতে। সেখানে সমস্ত প্রশ্নের জবাব দিয়েছেন তিনি বলে সূত্রের খবর। কিন্তু কি কি প্রশ্নের মুখে পরতে হচ্ছে প্রাক্তন মন্ত্রী কে? দেখে নিন এক নজরে। থাকছে, ১. বিদেশে আপনার যে সম্পত্তি রয়েছে তা কোন সূত্র থেকে আসা টাকায় কেনা? ২. মালায়শিয়া, বইউক, স্পেনে কেনা সম্পত্তির টাকা আপনি কোথা থেকে পেয়েছেন? ৩. বার্সেলোনা টেনিস ক্লাব কেনবার টাকা কোথা থেকে পেয়েছেন? ৪. ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড থেকে কার্তি কেন টাকা পেলেন?
 ৫. আপনি বা আপনার ছেলে আইএনএক্স মিডিয়া থেকে পাওয়া টাকা কোথায় বিনিয়োগ করেছেন? ৬. কতগুলো এই ধরণের কোম্পানি আপনার এবং আপনার পুত্রের নামে রয়েছে? ৭. এই কোম্পানি গুলির মূল কাজ কি ছিল? ৮.আপনাদের এই ভুয়ো কোম্পানি গুলো কোন কোন বিষয় নিয়ে কাজ করে? ৯. নর্থ ব্লকে কেন আপনি ইন্দ্রানী মুখোপাধ্যায়ের সাথে দেখা করেছিলেন? ১০. পিটার মুখোপাধ্যায়ের সঙ্গেও কি দেখা করেছিলেন? ১১. আপনার হয়ে আর কোন কোন অফিসার আইএনএক্স কাণ্ডে অনুমতি দিয়েছিল? ১২. সিবিআই নোটিশ জারি করার পর থেকেও আপনি কোথায় ছিলেন?

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.