Header Ads

মিড-ডে মিলে দুর্নীতি রুখতে মেনু বেঁধে দিল রাজ্য সরকার।

নজরবন্দি ব্যুরোঃ মিড-ডে মিলে দুর্নীতি রুখতে শেষমেশ পদক্ষেপ করল রাজ্য সরকার। এ বিষয়ে নবান্নের তরফে এক নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। তাতে বেঁধে দেওয়া হয়েছে সপ্তাহে ৬ দিনের মেনু। চুঁচুঁড়ার এক স্কুলে ছাত্রীদের মিড-ডে মিলে নুনভাত দেওয়াকে কেন্দ্র করে সামনে আসে মিড-ডে মিলে দুর্নীতির অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় সব মহলে। ছাত্রীদের নুনভাত খাওয়ার ছবি সংবাদমাধ্যমে প্রকাশ পেতেই নিন্দার ঝড় ওঠে। সরকারের এই বলে দেওয়া মেনু তে সপ্তাহে দুদিন পড়ুয়াদের ডিম দেওয়ার কথা ছিল। নতুন মেনুতে ওই দুদিন পড়ুয়াদের হয় ডিম না হয় মাছ দেওয়ার কথা বলা হয়েছে। একইসঙ্গে মেনুতে রয়েছে চাটনিও। মেনুতে আলু -সোয়াবিনের তরকারির পাশাপাশি আলুপোস্ত দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। দেখে নিন কোন দিন কি খাবার দিতে হবে পড়ুয়াদের।

 সোমবার- ভাত, ডাল, আলু-সবজি,চাটনি
 মঙ্গলবার- ভাত, ডাল, ডিম বা মাছের ঝোল, চাটনি
বুধবার- ভাত, ডাল, সবজি
 বৃহস্পতিবার- ভাত, সবজি, ডিম বা মাছের ঝোল
 শুক্রবার- ভাত, ডাল, আলুর তরকারি বা আলুপোস্ত
শনিবার- ভাত, ডাল, আলু-সোয়াবিন তরকারি

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.