Header Ads

“গান্ধী পরিবারের বাইরে কংগ্রেসকে নেতৃত্ব দেবার ক্ষমতা কারও নেই”-অধীর রঞ্জন চৌধুরী।

নজরবন্দি ব্যুরোঃ লোকসভা ভোটে পরাজয়ের পর হারের দায় স্বীকার করে পদত্যাগ করেছিলেন রাহুল গান্ধি। তারপর দীর্ঘ সময় বিভিন্ন আলোচনা করেও দলের সভাপতি নির্বাচন করতে পারেনি ভারতের প্রাচীন তম দল কংগ্রেস। রাহুল চেয়েছিল গান্ধী পরিবারের বাইরে কেও হন সভাপতি কিন্তু তা সম্ভব হল না। শেষ পর্যন্ত অন্তবর্তীকালীন দায়িত্ব নেন সেই সনিয়া গান্ধী। কিন্তু কেন পারা গেল না গান্ধী পরিবারের বাইরে কাওকে এই পদে বসাতে? এক সাক্ষাৎকারে সে প্রশ্নের উত্ত দিয়েছেন কংগ্রেস ওয়ার্কিং কমিটি ও লোকসভার কং দলনেতা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন ‘গান্ধি-নেহেরু পরিবারের ‘ব্র্যান্ড ইকুইটি আছে। পরিবারের বাইরের কারও পক্ষে কংগ্রেসকে নেতৃত্ব দেবার ক্ষমতা নেই কারও।
অ-গান্ধি পরিবারের কেউ দলের দায়িত্ব নিলে চালানো মুশকিল হত। কারণ, রাজনীতিতেও ব্র্যান্ড ইকুইটি খুবই গুরুত্বপূর্ণ। আর এটাই বাস্তব। তবে তিনি মনে করেন আবার ক্ষমতায় ফিরবে কংগ্রেস। কারণ হিসেবে তিনি ব্যাখ্যা দেন দেশব্যাপী মেরুকরণের রাজনীতির ফলেই ফের দেশ শাসন করবে কংগ্রেস। দেশের আঞ্চলিক দলগুলির শক্তিক্ষয়ই সর্বভারতীয় স্তরে প্রতিপক্ষের ক্ষমতা বৃদ্ধির সহায়ক হয়েছে। দেশজুড়ে ঘটছে সাম্প্রদায়িক নানা ঘটনা। যাকে রুখতে পারে একমাত্র কংগ্রেস। তিনি মনে করেন আগামী দিনে মেরুকরণের ভোট হবে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই ক্ষমতায় ফিরবে দল।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.