ইমরান খান কে ‘দুঃখী ছেলে’ বলে কটাক্ষ করলেন পরেশ রাওয়াল।
নজরবন্দি ব্যুরোঃ অভিনয়ের পাশাপাশি পরেশ রাওয়াল সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। দেশের বিভিন্ন বিষয় নিয়ে তিনি তাঁর টুইটারে বিভিন্ন মন্তব্য করে থাকেন। কাশ্মীরে ৩৭০ ধারা তুলে নেবার পর পাকিস্তানের প্রধানমন্ত্রীর অবস্থা দেখে তিনি টুইট করেছেন যা মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। তিনি ইমরানকে বিদ্যালয়ের 'দুঃখী ছেলে' বলে কটাক্ষ করেছেন।
তিনি কটাক্ষ করে লিখেছেন “আমি নিজের কথা গুলো আর শেয়ার না করে থাকতে পারছি না। ইমরান খানকে দেখে স্কুলের সেই ছাত্রের কথা মনে পড়ে যাচ্ছে, যে সারা বছর শুধু মোদী মোদী পড়েছে আর পরীক্ষায় এল অমিত শাহ”।
তিনি কটাক্ষ করে লিখেছেন “আমি নিজের কথা গুলো আর শেয়ার না করে থাকতে পারছি না। ইমরান খানকে দেখে স্কুলের সেই ছাত্রের কথা মনে পড়ে যাচ্ছে, যে সারা বছর শুধু মোদী মোদী পড়েছে আর পরীক্ষায় এল অমিত শাহ”।

No comments