Header Ads

সেনা ট্রেনিং শেষ, দিল্লী ফিরলেন ধোনি। এবার কি?

নজরবন্দি ব্যুরোঃ বিশ্বকাপের পর ক্রিকেট থেকে কিছুদিন ছুটি নিয়ে ভারতীও সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। গত ৩১ জুলাই টেরিটোরিয়াল আর্মির প্যারাশুট রেজিমেন্টের লেফটেন্যান্ট কর্নেল ধোনি কাশ্মীরে ১০৬ টিএ ব্যাটেলিয়ান (প্যারা)-এ যোগ দেন। তারপর তিনি ট্রেনিং করতে যান কাশ্মীর। সেখানে পুলওয়ামা জেলার খেরু অঞ্চলে ট্রেনিং করেন তিনি। অন্য সেনাদের সাথে টহল দেন, সেনাদের ক্যাম্পে থাকেন পাহারা দেন এবং যুদ্ধের বিভিন্ন বিষয় প্রশিক্ষণ নেন। তারপর তিনি স্বাধীনতা দিবসের দিন লেহতে জাতীয় পতাকা উত্তোলন করেন।
 আর এবার শেষ হল তাঁর ট্রেনিং। ট্রেনিং শেষে তিনি ফিরে এলেন দিল্লীতে সেখানে ছিল স্ত্রী সাক্ষী ও মেয়ে জিভা। এই সেনা ট্রেনিং নেবেন বলে ক্যারিবিয়ান সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। এবার আবার ফিরবেন ক্রিকেটে? না কি অবসর ঘোষণা করবেন তিনি? কারণ বিশ্বকাপের পর তাঁর অবসর নিয়ে তোলপাড় হয়েছিলো ক্রিকেট মহল। অনেকেই তাঁকে বলেছে এবার তাঁর অবসর নেওয়া উচিৎ। নতুনদের সুযোগ করে দেবার এটাই সেরা সময়। কিন্তু তাঁর নাম ধোনি। তিনি কখন কি করবেন তা বোঝা খুব দুস্কর।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.