Header Ads

“পাকিস্তানের সঙ্গে যদি কথা বলতেই হয় তবে সে কথা হবে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে”- রাজনাথ সিং।

নজরবন্দি ব্যুরোঃ যদি জঙ্গি মদত বন্ধ করে ইসলামাবাদ তাহলে এবার শুধুমাত্র পাক অধিকৃত কাশ্মীর নিয়েই পাকিস্তানের সঙ্গে কথা বলবে ভারত। সাফ জানিয়ে দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রবিবার হরিয়ানার পঞ্চকুলার এক সভায় কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ নিয়ে পাকিস্তানকে কড়া ভাষায় বিঁধেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, 'জম্মু-কাশ্মীরের উন্নয়নের জন্য ৩৭০ ধারা বিলোপ করা হয়েছে। আমাদের প্রতিবেশী দেশ এই নিয়ে বিভিন্ন রাষ্ট্রের দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছে।
 আমরা বলছি, এবার যদি পাকিস্তানের সঙ্গে কাশ্মীর নিয়ে কথা হয় তাহলে তা হবে পাক অধিকৃত কাশ্মীর নিয়েই। তবে জঙ্গি মদত বন্ধ করতে হবে পাকিস্তানকে। উল্লেখ্য সম্প্রতি পরমাণু অস্ত্র নিয়ে তিনি পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী। বলেছিলেন এখনও পর্যন্ত পরমাণু অস্ত্র নিয়ে প্রথম ব্যবহার নীতিতে চলে না ভারত। তবে পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে এই নীতি বদলাতেও পারে। তাঁর পর আবার এই হুঙ্কার ছাড়লেন রাজনাথ। তবে তাঁর ঐ বক্তব্য নিয়ে পাকিস্তানের তরফে ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধে উস্কানির বার্তা দেওয়া হয়েছে, বলে দাবি করা হয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.