Header Ads

নেতাজির মৃত্যুর দিন ঘোষণা বিতর্ক দেশ জুড়ে।

নজরবন্দি ব্যুরোঃ সরকারিভাবে নেতাজির 'মৃত্যুদিন' ঘোষণা করল পিআইবি (প্রেস ইনফরমেশন ব্যুরো)। ১৮ই আগস্ট দিনটিকে 'মৃত্যুবার্ষিকী' হিসেবে উল্লেখ করে নেতাজিকে শ্রদ্ধা জানানো হয়েছে। ১৯৪৫ সালকে নেতাজির 'মৃত্যুসাল' হিসেবে লেখা হয়েছে। উল্লেখ যোগ্য ভাবে তাইহকু বিমান দুর্ঘটনারও তারিখও ১৯৪৫ সালের ১৮ অগাস্ট। তার মানে বিমান দুর্ঘটনায় নেতাজীর মৃত্যু হয়েছিলো? পিআইবি-র এই টুইট প্রসঙ্গে বলতে গিয়ে নেতাজি পরিবারের সদস্য এবং বিজেপি নেতা চন্দ্র বসু মন্তব্য করেছেন, “কোথাও একটা ভুল হচ্ছে। কোথাও কোনও ত্রুটি থেকে যাচ্ছে”।
 কিন্তু কীভাবে দেশের মানুষের কাছে কোনো প্রমাণ না দিয়েই এই দিনটিকে নেতাজির মৃত্যুদিন হিসেবে মেনে নিচ্ছেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে কি করে দেশের সরকারের হাতে প্রমাণ রয়েছে? যদি থেকে থাকে তাহলে তা দেশবাসীকে জানানো উচিৎ বলে দাবী উঠেছে। গবেষকরাদের বড় অংশ মনে করেন, তাইহুকু বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়নি। অনেকে আবার ভিন্ন মত প্রকাশ করলেও আদতে সরকারি ভাবে নেতাজির মৃত্যু দিন প্রকাশ করা না হলেও বিজেপি কংগ্রেস কীভাবে এই দাবি করল? এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.