Header Ads

১০ কোটির বিজ্ঞাপন ছাড়লেন শিল্পী শেঠি। কেন জানেন?

নজরবন্দি ব্যুরোঃ ফিটনেসের ব্যাপারে বলিউড অভিনেত্রীদের মধ্যে এক্কেবারে প্রথম শারীতে থাকেন শিল্পা শেঠী। তাই এই বয়েসেও তিনি নিজেকে ধরে রেখেছেন ৩০এর কোটায়। তাই বিজ্ঞাপন জগতে তাঁর জনপ্রিয়তা যে বাড়বে তা আর বোলার অপেক্ষা রাখে না। কিন্তু সম্প্রতি তিনি এক বড় অঙ্কের বিজ্ঞাপন করতে রাজি হননি বলে জানা গিয়েছে। তাকার পরিমান ছিল ১০ কোটি। এই রকম অফার তিনি ফিরিয়ে দিয়েছেন কি কারণে জানেন?
 ঘটনা হল এক আয়ুর্বেদ কোম্পানির 'স্লিমিং পিল'র বিজ্ঞাপন ছিল এটি। কিন্তু বিজ্ঞাপন্তি না করার কারণ হিসেবে শিল্পা জানিয়েছেন “যে জিনিসে বিশ্বাস করতে পারি না, তার বিজ্ঞাপন করা আমার পক্ষে সম্ভব নয়। অল্প সময়ে স্লিম হওয়ার জন্য হয়তো স্লিমিং পিল আকর্ষণীয় হতে পারে। কিন্তু আমি মনে করি, শরীর সুস্থ রাখতে সুষম ডায়েট এবং সঠিক রুটিন মেনে চলার থেকে ভালো কিছু হতে পারে না”।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.