মানবাধিকার দিবসে কাশ্মীর নিয়ে ফের সরকারের সমালোচনায় মুখ্যমন্ত্রী।
নজরবন্দি ব্যুরোঃ আজ বিশ্ব মানবাধিকার দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আর তার সাথে কাশ্মীর ইস্যুকে সামনে রেখে নরেন্দ্র মোদী সরকারকে তীব্র আক্রমণ করেছেন তিনি। টুইটারে তিনি লিখেছেন আজ বিশ্ব মানবিকতা দিবস। “আসুন সকলে মানবিকতার লড়াই করি। তবে কাশ্মীরে যা চলছে তাতে কোথায় গিয়ে মানবিকতা লঙ্ঘিত হচ্ছে।
মানবাধিকার ও শান্তি ফিরে আসুক এই প্রার্থনা করি”। এটাই প্রথমবার নয়। ৩৭০ ধারা বিলোপের পর একাধিকবার কাশ্মীর নিয়ে সরব হয়েছেন তিনি। প্রসঙ্গত আজ সোমবার থেকে কাশ্মীরে ১৯০ টি প্রাথমিক বিদ্যালয় খুলে যাবে বলে জানিয়েছেন কাশ্মীরের মুখ্যসচিব রোহিত কানসল। এছারও বিভিন্ন ধরনের বিধিনিষেধও শিথিল করা হবে।
মানবাধিকার ও শান্তি ফিরে আসুক এই প্রার্থনা করি”। এটাই প্রথমবার নয়। ৩৭০ ধারা বিলোপের পর একাধিকবার কাশ্মীর নিয়ে সরব হয়েছেন তিনি। প্রসঙ্গত আজ সোমবার থেকে কাশ্মীরে ১৯০ টি প্রাথমিক বিদ্যালয় খুলে যাবে বলে জানিয়েছেন কাশ্মীরের মুখ্যসচিব রোহিত কানসল। এছারও বিভিন্ন ধরনের বিধিনিষেধও শিথিল করা হবে।
কোন মন্তব্য নেই