সর্বভারতীয় সভাপতি নির্বাচন করতে পারলনা কংগ্রেস!
নজরবন্দি ব্যুরোঃ না এখনো হল না! কংগ্রেস তার রাহুল পরবর্তী সভাপতি ঠিক করে উঠতে পারল না। রাহুল আর সভাপতি থাকবেন না জানিয়ে ছিলেন লোকসভা ভোটের পর পরই। কিন্তু শনিবার আবার তাঁকে বোঝানর চেষ্টা করা হল বারবার কিন্তু রাজি হলেন না তিনি। এই ঘটনা থেকে বোঝা যায় জাতীও কংগ্রেস দল টি কতটা গান্ধী পরিবার নির্ভরশীল।
সভাপতি নির্বাচন নিয়ে আজ কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক বসেছিল। কারও অনেকদিন থেকে পদ খালি পরে রয়েছে। কিন্তু আজ দু-ঘণ্টা বৈঠকেও চূড়ান্ত করা গেলনা কে হবেন কং সভাপতি। বৈঠকে ৪ জনের নাম উঠেছিল এই পদের জন্য,তারা হলেন মুকুল ওয়াসনিক, মল্লিকার্জুন খাড়গে, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, শচীন পাইলট। কিন্তু কোন নামই চূড়ান্ত করা গেলনা দেশের এই প্রাচীন তম দলটির।
সভাপতি নির্বাচন নিয়ে আজ কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক বসেছিল। কারও অনেকদিন থেকে পদ খালি পরে রয়েছে। কিন্তু আজ দু-ঘণ্টা বৈঠকেও চূড়ান্ত করা গেলনা কে হবেন কং সভাপতি। বৈঠকে ৪ জনের নাম উঠেছিল এই পদের জন্য,তারা হলেন মুকুল ওয়াসনিক, মল্লিকার্জুন খাড়গে, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, শচীন পাইলট। কিন্তু কোন নামই চূড়ান্ত করা গেলনা দেশের এই প্রাচীন তম দলটির।

No comments