মুক্তি পেল প্রভাস-শ্রদ্ধা অভিনীত ছবি “সাহো”-র ট্রেলার।
নজরবন্দি ব্যুরোঃ দক্ষিণী সুপারস্টার প্রভাস ও বলিউড নায়িকা শ্রদ্ধা কাপুরের জুটির ছবি “সাহো”-র ট্রেলার। সুপারহিট “বাহুবলী”র পর ফের একবার বক্স অফিস কাঁপাতে আসছেন প্রভাস। সঙ্গে শ্রদ্ধা কাপুর। ট্রেলার দেখে বোঝা যাচ্ছে ছবিটি মুলত অ্যাকশন ধর্মী। ছবিতে প্রভাস ডাকাত গ্যাঙের পান্ডা আর শ্রদ্ধা মুম্বই ক্রাইম ব্রাঞ্চের ACP।
এই ছবিতে আর যারা অভিনয় করেছেন তাঁর হলেন নীল নিতিন মুকেশ, মন্দিরা বেদী, জ্যাকি শ্রফ, চাঙ্কি পান্ডে ও অরুণ বিজয়, মহেশ মঞ্জরেক। আগামী ১৫ অগস্ট মুক্তি পাচ্ছে “সাহো”। দেখুন ট্রেলার।
এই ছবিতে আর যারা অভিনয় করেছেন তাঁর হলেন নীল নিতিন মুকেশ, মন্দিরা বেদী, জ্যাকি শ্রফ, চাঙ্কি পান্ডে ও অরুণ বিজয়, মহেশ মঞ্জরেক। আগামী ১৫ অগস্ট মুক্তি পাচ্ছে “সাহো”। দেখুন ট্রেলার।

No comments