না গান্ধী পরিবারের বাইরে বেরতে পারল না কংগ্রেস। অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়াই।
নজরবন্দি ব্যুরোঃ না গান্ধী পরিবারের বাইরে বেরতে পারল না কংগ্রেস। গত কাল দীর্ঘ মিটিং এর পর অবশেষে গভীর রাতে সোনিয়াকেই আপাতত অন্তর্বর্তী সভানেত্রী হিসাবে দলের দায়িত্ব নিতে অনুরোধ করা হয়। শনিবার প্রথমে সকাল এগারোটায় শুরু হয় বৈঠক। রাহুলকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করা হয়। তিনি রাজি হন নি।
এর পর দফায় দফায় মিটিং করে কং হাইকমান্ড। এবং গত কাল রাতের দিকে প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে দায়িত্ব নেওয়ার আর্জি জানান প্রবীণ-নবীন কংগ্রেস নেতারা। শেষপর্যন্ত ঘোর সংকটের সময় সোনিয়াই দায়িত্ব নিতে রাজি হন। আপাতত আসন্ন ভোট পর্যন্ত সোনিয়াই থাকছেন কংগ্রেসের দায়িত্বে।

No comments