Header Ads

আর্থিক কষ্টে ভুগতে থাকা পাকিস্তানকে বড় ধাক্কা দিল আমেরিকা।

নজরবন্দি ব্যুরোঃ এক ধাক্কায় পাকিস্তানের জন্য আর্থিক সাহায্যের অনেকটাই কমিয়ে দিল আমেরিকা। সরাসরি ৪৪ কোটি ডলারের কোপ। সন্ত্রাস দমনে পাকিস্তানের ভূমিকায় যে তারা অখুশি, ফের জানাল আমেরিকা। কিন্তু দিন কয়েক আগেই ট্রাম্পের সাথে আলোচনায় বসেছিলেন ইমরান খান। কথা হয়েছে কাশ্মীর নিয়ে এই আলোচনার পর পাকিস্তান ভেবেছিল এবার ভারতকে কাশ্মীর নিয়ে চাপে ফেলা যাবে। এমন কি কাশ্মীর নিয়ে হম্ভিতম্বি শুরু করে দিয়েছিল তাঁরা। কিন্তু তাঁর মধ্যেই এই ঘোষণা। তবে এই সিদ্ধান্ত অনেক আগে থেকেই নিয়েছিল আমেরিকা।
 গত মাসে ইমরানের সঙ্গে যৌথ বৈঠকে কাশ্মীরে মধ্যস্থতার ইচ্ছে প্রকাশ করে বিতর্কে জড়িয়েছিলেন ট্রাম্প। সূত্রের খবর, কাল ফোনেও ইমরানকে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় কাশ্মীর সমস্যা মেটানোর কথাই বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। অপরদিকে ভারত নিজের অবস্থানেই অনড়। বার বার বলা হচ্ছে, পাকিস্তান সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ না-করলে কোনও আলোচনা সম্ভব নয়।
 ২০০৯ সালে মার্কিন কংগ্রেসে একটি বিল পাশ হয় সেখানে বলা হয় পাকিস্তানকে ৫ বছরে ৭.৫ বিলিয়ন মার্কিন ডলার অর্থ সাহায্য কড়া হবে তারপর তা কমে হয় দাঁড়ায় ৪.৫ বিলিয়ন মার্কিন ডলারে। আর এবার তা আরও কমিয়ে ৪.১ বিলিয়ন মার্কিন ডলারে নামিয়ে আনা হল। ফলে আর্থিক কষ্টে ধুঁকতে থাকা পাকিস্তান আরও অসুবিধার মধ্যে যে পড়েছে তা আর বোলার অপেক্ষা রাখে না।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.