কাউন্সিলারদের ফিরিয়ে নৈহাটি পুরসভা নিজেদের দখলে রাখল তৃণমূল।
নজরবন্দি ব্যুরোঃ বিজেপিকে হারিয়ে নৈহাটির দখল রইল তৃণমূলের হাতেই। নৈহাটি পুরসভা ছিল তৃণমূলের দখলে। কিন্তু লোকসভা ভোটের পর ৩১ জন কাউন্সিলারের মধ্যে ১৮ জন দিল্লী গিয়ে বিজেপি তে যোগ দিয়েছিলেন। এর পর বিজেপি অনাস্থা প্রস্তাব আনেন তৃণমূলের বিরুদ্ধে। কিন্তু তৃণমূল দাবী করে তাঁদের কাউন্সিলারদের ভুলভাল বুঝিয়ে দলবদল করিয়েছে।
এর পর তৃণমূল নেতা ফিরাদ হাকিম দাবী করেন ২৩ জন কাউন্সিলর আমাদের সঙ্গে রয়েছেন। নৈহাটি পুরসভা আমাদেরই ছিল, আমাদেরই আছে এবং আমাদেরই থাকবে। সেইমতো নৈহাটি রইল তৃণমূলেরই।
এর পর তৃণমূল নেতা ফিরাদ হাকিম দাবী করেন ২৩ জন কাউন্সিলর আমাদের সঙ্গে রয়েছেন। নৈহাটি পুরসভা আমাদেরই ছিল, আমাদেরই আছে এবং আমাদেরই থাকবে। সেইমতো নৈহাটি রইল তৃণমূলেরই।

No comments