Header Ads

আবার পার্শ্বশিক্ষকদের আন্দোলনে বেধড়ক লাঠি চালাল পুলিশ। এবার কল্যাণীতে।

নজরবন্দি ব্যুরোঃ সম কাজে সম বেতন এবং প্রশিক্ষণপ্রাপ্ত পার্শ্বশিক্ষকদের সহকারী শিক্ষকের মর্যাদার দাবিতে আন্দোলনে বেধড়ক লাঠি চালাল পুলিশ। ছাড়া হয়নি মহিলাদের। ঘটনাটি ঘটে কল্যাণীতে। গত শুক্রবার সল্টলেকে বিক্ষোভ দেখিয়েছিলেন পার্শ্বশিক্ষকেরা। অভিযোগ, সেখানেই পুলিশ তাঁদের যথেষ্ট হেনস্থা করে।
 তারপর শনিবার কল্যাণীতে মেন স্টেশনের কাছে বাস টার্মিনাসে তাঁরা অবস্থানে বসেন। অভিযোগ সেখানে প্রথমে পুলিশ দিয়ে তাঁদের তুলে দেবার ব্যবস্তা কড়া হয়। তারপর জোর করে তাদের তুলে দিতে চাইলে শুরু হয় ধস্তাধস্তি। এরপরই শিক্ষকদের ওপরে বেধড়ক লাঠিচার্জ করে পুলিস। পুরুষ,মহিলা নির্বিশেষে। দুপুরে রাজ্যের বিভিন্ন জেলা থেকে এসে কল্যাণীতে জমায়েত হতে শুরু করেন পার্শ্বশিক্ষকেরা। এরপর জেলার অতিরিক্ত পুলিশ সুপার আজহার এ তৌসিফের নেতৃত্বে কল্যাণী ও কয়েকটি থানার পুলিশ এলাকা ঘিরে ফেলে।
 ইতি মধ্যেই শিক্ষকদের আন্দোলনে সমর্থন জানাতে ঘটনাস্থলে পৌঁছে যান কল্যাণীর একাধিক বিজেপি নেতা। সন্ধ্যায় পুলিশের তরফে বলা হয় বাসস্ট্যান্ড ছেড়ে সেন্ট্রাল পার্কের মাঠে গিয়ে অবস্থান করতে। পার্শ্বশিক্ষকেরা তাতে রাজি হননি। এর পরেই পুলিশ লাঠি চালাতে শুরু করে বলে অভিযোগ।

ছবিটি প্রতিকি

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.