Header Ads

আবার রেকর্ড গড়লেন বিরাট।

নজরবন্দি ব্যুরোঃ এজবাস্টনে ইংল্যান্ডে কাছে টিম ইন্ডিয়াকে ৩১ রানে হারতে হলেও বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়েন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলি ৬৬ রানের ইনিংস খেলার পর আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭২, আফগানিস্তানের বিরুদ্ধে ৬৭, পাকিস্তানের বিরুদ্ধে ৭৭ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮২ রান করেন তিনি।
কোহলিই প্রথম অধিনায়ক যাঁর ব্যাট থেকে বিশ্বকাপে পর পর পাঁচটি হাফ সেঞ্চুরি এল। স্মিথ ২০১৫ বিশ্বকাপে মাইকেল ক্লার্কের নেতৃত্বে পর পর পাঁচটি ম্যাচে ৫০ রানের বেশি সংগ্রহ করেছিলেন। বিরাট কোহলির পিছনে রয়েছেন বাংলাদেশের শাকিব আল হাসান ও অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এই দু'জনই টানা চারটি হাফ সেঞ্চুরি করে ফেলেছেন এই বিশ্বকাপে। আজ বাংলাদেশের বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.