প্রবল বৃষ্টি মহারাষ্ট্র জুড়ে। মৃত্যু প্রায় ১৩ জনের।
নজরবন্দি ব্যুরোঃ প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই। গত ২ দিন ধরে অবিশ্রান্ত বর্ষণে কার্যত ব্যহত হয়ে পড়েছে দেশের বাণিজ্য নগরী । ভারী বৃষ্টি হয়েছে সোমবার সকালে ও রাতেও । ফলে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। সিওন, দাদর ও মালাডের মতো এলাকায় জল জমে গিয়েছে।মুম্বই পুরনিগমের কমিশনার প্রবীণ প্রদেশী স্কুলগুলিতে ছুটি ঘোষণা করে দিয়েছেন। মঙ্গলবার থেকে সরকারিভাবে ওই রাজ্যে স্কুল বন্ধ। এত বড় বিপর্যয় ঘটলেও এখনই থামছে না প্রকৃতির তাণ্ডব।
আবহাওয়া দফতরের তথ্য অনুসারে আগামী ২৪ ঘণ্টায় সমগ্র মহারাষ্ট্র জুড়ে ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্ষয়ক্ষতি সামাল দিতে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে রাজ্যবাসীকে সতর্ক করে দেওয়া হয়েছে। জুলাই মাসের শুরু দিন থেকেই সমগ্র মহারাষ্ট্র জুড়ে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। আর এই বৃষ্টির কারণেই দেওয়াল ভেঙে প্রাণ হারিয়েছেন ১৩ জন মানুষ। একই সঙ্গে ওই ঘটনায় জখম হয়েছেন প্রায় ১৫ জন।
তবে এই সংখ্যাদু'টি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।পূর্ব মালাদের পিম্প্রিপাদার কুরার গ্রামের ঘটনা। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন দমকল এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। ক্ষতিগ্রস্ত পরিবার পিছু পিছু পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি।
আবহাওয়া দফতরের তথ্য অনুসারে আগামী ২৪ ঘণ্টায় সমগ্র মহারাষ্ট্র জুড়ে ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্ষয়ক্ষতি সামাল দিতে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে রাজ্যবাসীকে সতর্ক করে দেওয়া হয়েছে। জুলাই মাসের শুরু দিন থেকেই সমগ্র মহারাষ্ট্র জুড়ে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। আর এই বৃষ্টির কারণেই দেওয়াল ভেঙে প্রাণ হারিয়েছেন ১৩ জন মানুষ। একই সঙ্গে ওই ঘটনায় জখম হয়েছেন প্রায় ১৫ জন।
Loading...
কোন মন্তব্য নেই