এবার আপনার সমস্যা জানাতে সরাসরি ফোন করুন মেয়রকে।
নজরবন্দি ব্যুরোঃ এবার সরাসরি মেয়রকে ফোন করে নিজেদের সমস্যা জানাতে পারবেন কলকাতার শহরবাসী। সোমবার টোল ফ্রি নম্বর চালু হল কলকাতা পুরসভায়। সরাসরি কথা বলা যাবে মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে ই নম্বরে ফোন করে।
প্রতি বুধবার সরাসরি মেয়রের সঙ্গে কথা বলতে পারবেন বিকেল ৪টে থেকে ৫টার মধ্যে। নম্বর টি হল ১৮০০৩৪৫১২১৩। মানুষ কেবমাত্র অভিযোগই নয়, শহর সম্পর্কে নিজের পরামর্শও দিতে পারবেন। মহানগরীতে নাগরিক পরিষেবাকে আরও উন্নত করতে শুরু হল এই উদ্যোগ।>
Loading...
কোন মন্তব্য নেই