Header Ads

সত্যিই কি জাইরা অভিনয় ছাড়তে চেয়েছিলেন? নতুন পোস্টে কি বললেন তিনি?

নজরবন্দি ব্যুরোঃ বলিউডের ছবি 'দঙ্গল' খ্যাত অভিনেত্রী জায়রা ওয়াসিম ৩০শে জুন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। সেখানে জায়রা লিখেছেন যে তিনি আর বলিউডের ছবিতে কাজ করতে চান না। ৫ বছর কাজ করেই তিনি বলিউডকে বিদায় জানাতে চান। কারণ তাঁর ধর্ম তাঁর কাছে আগে। এর পরেই তৈরি হয় জল্পনা। অনেকেই এর প্রতিবাদ করেন অনেকে তাঁকে সমর্থনও করেন। রবীনা ট্যান্ডন,সিদ্ধার্থ মালহোত্রা,অনুপম খের ও আরও অনেকে এই নিয়ে মতামত ব্যাক্ত করেন।
অনেকের মনে সন্দেহ হয় জাইরা কি নিজে এই পোস্ট করেছেন? না কি অন্য কেও ? যখন বলিউডে এই জল্পনা চলছে ঠিক তখনি আবার এক পোস্ট করলেন জাইরা তাতে তিনি বলেন “আমি সবাইকে পরিস্কার করে জানাতে চাই, যে আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করা হয়নি। আমার সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আমি নিজেই হ্যান্ডেল করছি। তাই দয়া করে আমার অ্যাকাউন্ট হ্যাকের ভুল খবর ছড়াবেন না। ধন্যবাদ”।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.