Header Ads

ওলা,উবেরের পর ধর্মঘটে যাচ্ছে এআইটিইউসি ট্যাক্সি সংগঠন!কাল চরম ভোগান্তি হবে যাত্রীদের।

নজরবন্দি ব্যুরোঃ ভাড়া বৃদ্ধি সহ একগুচ্ছ দাবিকে সামনে রেখে ৪৮ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছেন অ্যাপ ক্যাব মালিকরা। ফলে সপ্তাহের প্রথম কাজের দিন পথে নেমে ভোগান্তি পোহাতে হয়েছে সাধারণ মানুষদের, এই ভোগান্তি চলবে মঙ্গলবার পর্যন্ত। কারন মঙ্গলবারও বন্ধ থাকবে অলা,উবের অ্যাপ ক্যাব। আজ সোমবার এই বন্ধ নিয়ে বিভিন্ন জায়গাতে অশান্তি হয়েছে। গাড়ি ভাঙচুর হয়েছে।হেনস্তার মুখে পড়তে হয়েছে গাড়ির সওয়ারিকেও।

তবুও রাস্তাতে ছিল ট্যাক্সি তাই অনেকটা পরিস্থিতি সামাল দেওয়া গিয়েছে। কিন্তু কাল মঙ্গলবার আবার এআইটিইউসি-র ট্যাক্সি সংগঠন ভাড়া বৃদ্ধির দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে। ফলে ওই সংগঠনের আওতায় থাকা ট্যাক্সি মালিক ও চালকরা মঙ্গলবার গাড়ি বার করবেন না। একে রাস্তায় অ্যাপ ক্যাব নেই। তারওপর ট্যাক্সিও কাল কম দেখা মিলবে ফলে কাল যে আর বেশি দুর্ভগে পরবেন যাত্রীরা তা বলায় যাই।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.