এবার জাইরার অভিনয় ছাড়া নিয়ে মুখ খুললেন লিখিকা তসলিমা নাসরিন।
নজরবন্দি ব্যুরোঃ টলিউডের অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরতের সিঁদুর পরা নিয়ে বিতর্কের বিরুদ্ধে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে গর্জে উঠেছে তসলিমা নাসরিন। ঠিক একইভাবে জাইরা ওয়াসিমকে নিয়েও এবার মুখ খুললেন বাংলাদেশের বিতর্কিত লেখিকা। জাইরার অভিনয় ছাড়ার সিদ্ধান্তে রীতিমত হতবাক তিনি। ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রীর কথায় ‘ অভিনয় করা মুসলিম ধর্মাচরণের বিরুদ্ধে আঘাত হানে। আমার 'ইমান' এতে আঘাতপ্রাপ্ত হয়। যেই মূহূর্তে ইমানকে অমান্য বা অবমাননা করা হয় ঠিক তখনই আমার সঙ্গে আমার ধর্মের সম্পর্কও বারবার সংকটাপন্ন অবস্থায় চলে আসে।.
তাই আমি বিদায় নিচ্ছি অভিনয় থেকে’। আর এই ঘটনার প্রতিবাদ করলেন এই বিশিষ্ট লেখিকা। তিনি বলেন প্রতিভাবান জায়রা অভিনয় ছেড়ে দিতে চায় শুনেই গায়ে কাঁটা দিচ্ছে। ওর মনে হয় অভিনয় করলে আল্লার প্রতি বিশ্বাস ভঙ্গ হবে। অত্যন্ত বোকা বোকা সিদ্ধান্ত। ধর্ম চিরকালই মহিলাদের বিরুদ্ধে হাঁটে। এমন অনেক প্রতিভা চাপা পড়ে যায় বোরখার নিচে। কোনও মহিলার এমন ধর্মে বিশ্বাস করাই উচিত নয়, যা তার প্রতি বিরূপ।ধর্ম পুরুষতন্ত্র, স্ত্রী-বিদ্বেষের বিরুদ্ধে লড়াই করতে হবে। এই বিষয়গুলিই মহিলাদের আটকে রেখেছে। সাম্যের জন্য মহিলা ও পুরুষ উভয়কেই সুর চড়াতে হবে।
Loading...
কোন মন্তব্য নেই