এজবাস্টনে টাইগার শিকার বিরাটদের।
নজরবন্দি ব্যুরোঃ এ যেন ঠিক ভারত বনাম ইংল্যান্ড ম্যাচের রিপিট টেলিকাস্ট। প্রথমে ব্যাট করে বেশ বড় রানের পাহাড় গড়ো, আর তারপর স্লো হয়ে যাওয়া পিচের সাহায্যে ম্যাচ জিতে নাও। যে পদ্ধতিতে আগেরদিন ৩১ রানে ম্যাচ জিতেছিল মর্গান বাহিনী, ঠিক সেই পথে হেঁটেই এদিন এজবাস্টনে ২৮ রানে বাংলাদেশ বধ কোহলির । ভারতের ৩১৫ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন দুই বাংলাদেশি ওপেনার তামিম ও সৌম্য। তামিম ইকবালকে ২২ রানে বোল্ড করে বাংলাদেশি শিবিরে প্রথম ভাঙন ধরান মহম্মদ শামি। সৌম্যকে ৩৩ রানে ফেরান হার্দিক পাণ্ডিয়া। এরপর মুশফিকুর সাকিব জুটি বাংলাদেশকে টানতে থাকেন।
মুশফিকুর ২৪ এবং লিটন দাস ২২ রানে ফিরে যান। দ্রুত ফিরে যান মোসাদ্দেক হোসেনও। কিন্তু ৬৬ রানে সাকিব ফিরে যেতেই বাংলাদেশের আশা কার্যত শেষ হয়ে গেছে বলে ধরে নিলেও শেষ চেষ্টা করেন সইফউদ্দিন ও সাব্বির। ৬৬ রানের পার্টনারশিপ গড়ে তোলেন দুজনে। কিন্তু সেশ রক্ষা হলনা বুম বুম বুমরার জন্য। অপরদিকে প্রথমে ব্যাট করতে নেমে ৯২ বলে ১০৪ রান করে চলতি বিশ্বকাপের চতুর্থ শতরান করে ফেললেন হিটম্যান রোহিত।
৭টা চার ও ৫টা ছয়ে সাজানো ছিল রোহিতের ইনিংস।তাঁকে যোগ্য সঙ্গ দিলেও লোকেশ রাহুল। তিনি করেন ৯২ বলে ৭৭ রান। এরপর রিষভ পন্থ ৪১ বলে তাঁর ৪৮ রান। ধোনি মারার চেষ্টা করলেও ব্যাটে বলে কানেকশন হচ্ছে না তাঁর। ৩৩ বলে ৩৫ করে শেষ ওভারে বিদায় নেন তিনি। তবে বিশ্বকাপে প্রথমবার সুযোগ পেয়ে সবচেয়ে বেশি হতাশ করেন দীনেশ কার্তিক। মাত্র ৮ রান আসে তাঁর ঝুলিতে।
৭টা চার ও ৫টা ছয়ে সাজানো ছিল রোহিতের ইনিংস।তাঁকে যোগ্য সঙ্গ দিলেও লোকেশ রাহুল। তিনি করেন ৯২ বলে ৭৭ রান। এরপর রিষভ পন্থ ৪১ বলে তাঁর ৪৮ রান। ধোনি মারার চেষ্টা করলেও ব্যাটে বলে কানেকশন হচ্ছে না তাঁর। ৩৩ বলে ৩৫ করে শেষ ওভারে বিদায় নেন তিনি। তবে বিশ্বকাপে প্রথমবার সুযোগ পেয়ে সবচেয়ে বেশি হতাশ করেন দীনেশ কার্তিক। মাত্র ৮ রান আসে তাঁর ঝুলিতে।
Loading...
কোন মন্তব্য নেই