Header Ads

দেশের হয়ে আন্তর্জাতিক ট্রফি জয়ের স্বাদ এবারও অপূর্ণ মেসির! কোপার ফাইনালে ব্রাজিল।

নজরবন্দি ব্যুরোঃ দেশের হয়ে আন্তর্জাতিক ট্রফি জয়ের স্বাদ এবারও পূরণ হল না লিওনেল মেসির। ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা বার্সিলোনার হয়ে যতটা সফল। দেশের হয়ে ততটাই ব্যর্থ। বুধবার সকালে কোপা আমেরিকার সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ২-০ ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে চলে গেল। ম্যাচের প্রথমার্ধের ১৯ মিনিটে ফিরমিনোর পাস থেকে গোল গ্যাব্রিয়েল জেসুসের। আর্জেন্তিনার দুর্বল রক্ষণের সুযোগ নিয়ে বক্সের মধ্যে থেকে সহজতম সুযোগে গোল করে যান জেসুস। দ্বিতীয়ার্ধে এরপর প্রতিআক্রমণে ঝড় তুলে ৭১ মিনিটে আর্জেন্তিনার জালে দ্বিতীয় বারের জন্য বল ঠেলে দেয় ব্রাজিল। এবার নীল জার্সিধারীদের রক্ষণের দুর্বলতার সুযোগ নিয়ে মাঝমাঠের কাছ থেক বল নিয়ে দুরন্ত গতিতে ডিবক্সে ঢুকে ফিরমিনোকে পাস দেন জেসুস।
 সেই পাসেই গোল করে ব্রাজিলকে ২-০ এগিয়ে দেন ফিরমিনো। ম্যাচে আর্জেন্তিনার দুটি নিশ্চিত গোলের সুযোগ পোস্ট ও ক্রসবারে লেগে ফিরে আসে। ৩০ মিনিটে মেসির ফ্রি-কিকে আগুয়েরোর নেওয়া হেড পোস্টে লেগে ফিরে আসে। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে পোস্টের বাধায় মেসির বাঁ-পায়ের জোরালো শট ধাক্কা খেলে ফের গোলবঞ্চিত হয় আর্জেন্তিনা।দ্বিতীয় সেমিফাইনালে পেরুর সামনে চিলি। এই ম্যাচের জয়ী দলের বিরুদ্ধে ফাইনাল খেলবে আয়োজক ব্রাজিল। আর মেসিদের খেলতে হবে তৃতীয় স্থান দখলের ম্যাচ।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.