Header Ads

১০০ দিনের কোটি-কোটি টাকা তছরুপের অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে!

নজরবন্দি ব্যুরো: প্রায় সাড়ে তিন কোটি টাকা তছরুপের অভিযোগ উঠল তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। এই ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচকের ২ নম্বর ব্লকে।
ওই ব্লকেরই তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ১০০ দিনের কাজের টাকা তছরুপের অভিযোগ ওঠে। অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন এলাকার লোকজন।

ওই গ্রাম পঞ্চায়েতেরই এক কংগ্রেস সদস্যে ঈদন বিবির অভিযোগ, ১০০দিনের কাজে গ্রামবাসীদের প্রায় সাড়ে তিন কোটি টাকা তছরুপ করেছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল নেতা আমিনুল ইসলাম। গ্রামবাসীরাও একই দাবি জানিয়েছেন।

গ্রামবাসীদের বক্তব্য, ১০০ দিনের কাজের জন্য যথাযোগ্য সামগ্রী তাদের দেওয়া হয়নি।
তাদের নামে বরাদ্দ টাকা আত্মসাৎ করেছেন প্রধান। গ্রামের বাসিন্দা ইসমাইল শেখের অভিযোগ, তাঁর জমিতে ১০০ দিনের কাজের টাকা বরাদ্দ হয়েছিল। কিন্তু কোনও সামগ্রী তিনি পাননি। উল্টে তাঁদের জমিতে ৫০০ শ্রমিক কাজ করেছে এই মর্মে টাকা তুলে নিয়েছেন প্রধান। যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত প্রধানের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় নি। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.