বিশ্বকাপে বিশ্বকবি, আজ বাঙালির বড় গর্বের দিন। বিরল মুহুর্তের সাক্ষী বিশ্ববাসী।
নজরবন্দি ব্যুরোঃ আজ বাঙালির বড় গর্বের দিন, এমন দিন কমই আসে। আজ লণ্ডনের মাটিতে ক্রিকেট বিশ্বকাপের আসরে গাওয়া হল ২টি রবীন্দ্রসঙ্গীত। যা আবার মুখোমুখি বিশ্বযুদ্ধে নামা দুই দেশের জাতীয় সংগীত। রবি ঠাকুরের ‘জনগণমন’ এবং ‘আমার সোনার বাংলা’।
খেলা শুরু হওয়ার আগে ইংল্যাণ্ডের বার্মিংহ্যামের স্টেডিয়াম জুড়ে বেজে উঠল ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত। খেলায় যে দলই জিতুক খেলা শুরুর আগেই জিতল বাঙালি জয় হল বাংলা ভাষার। এ এক অনন্য অনুভূতি অন্য রকম পাওয়া।
দু দেশের জাতীয় সঙ্গীতের সুরে গলা মেলাল পুরো স্টেডিয়াম। আজ এই বিরল মূহুর্তের সাক্ষী রইল গোটা বিশ্ব। ১৯৫০ সালে 'জন গন মন' ভারতের জাতীয় সঙ্গীত রুপে স্বীকৃতি লাভ করে অন্যদিকে ১৯৭১ সালে বাংলাদেশের জাতীয় সঙ্গীত রুপে প্রতিষ্ঠা লাভ করে 'আমার সোনার বাংলা'।
দু দেশের জাতীয় সঙ্গীতের সুরে গলা মেলাল পুরো স্টেডিয়াম। আজ এই বিরল মূহুর্তের সাক্ষী রইল গোটা বিশ্ব। ১৯৫০ সালে 'জন গন মন' ভারতের জাতীয় সঙ্গীত রুপে স্বীকৃতি লাভ করে অন্যদিকে ১৯৭১ সালে বাংলাদেশের জাতীয় সঙ্গীত রুপে প্রতিষ্ঠা লাভ করে 'আমার সোনার বাংলা'।
Loading...
কোন মন্তব্য নেই