সব বিতর্ক পিছনে ফেলে এবছরের ইসকনের রথাযাত্রা অনুষ্ঠানে বিশেষ অতিথি নুসরত।
নজরবন্দি ব্যুরোঃ লোকসভায় সিঁদুর এবং মঙ্গলসূত্র পরে শপথ নিয়েছিলেন সদ্য বিবাহিত নুসরত। মুসলিম সম্প্রদায়ের হয়েও কেন সিঁদুর-মঙ্গলসূত্র পরেছেন সেই প্রশ্ন তুলে তাঁকে ট্রোল হতে হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। উত্তরপ্রদেশের দেওবন্দের ইমাম মুফতি আসাদ ওয়াসমি আবার আরও এক কদম এগিয়ে নুসরতের উপর কার্যত ফতোয়া জারি করেন। তাঁর সিঁদুর পরা এবং মঙ্গলসূত্র নিয়ে কটাক্ষের পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের কাউকে বিয়ে উচিত ছিল বলে আক্রমণ করেন ইমাম। এই ঘটনার পর তিনি মুখ খুলেছিলেন বলেছলেন “আমি ধর্মনিরপেক্ষ দেশ ভারতের একজন নাগরিক।
যেখানে সর্বধর্মের মানুষ এবং সবরকম সংস্কৃতিকে সম্মান করা হয়। ধর্ম এবং ভগবানের দোহাই দিয়ে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করা উচিত নয়”। সদ্য সাংসদ হওয়া এই অভিনেত্রীর বার্তাতে মন্ত্রমুগ্ধ হয়েছে ইসকন কর্তৃপক্ষ। আর তাই বৃহস্পতিবার রথযাত্রা উপলক্ষে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে থাকার জন্য তারা আমন্ত্রণ জানিয়েছেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান রুহিকে। গোটা বিশ্ব একটি পরিবার। এই মন্ত্রেই বিশ্বাসী ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস বা সংক্ষেপে ISKCON।
ইসকনের তরফে আমন্ত্রণ পেয়ে যারপরনাই আপ্লুত অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান। তিনি যে রথযাত্রার দিন খোদ ইসকনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, সেকথাও জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে। একটি ভিডিও শেয়ার করে ধন্যবাদ জানিয়েছেন ইসকন কর্তৃপক্ষকে। শুধু তাই নয়, কলকাতাবাসীদেরও অনুরোধ জানিয়েছেন ইসকনের রথাযাত্রা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। তিনি বলেন, 'আমি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী ছিলাম, আছি এবং থাকবও।
Loading...
কোন মন্তব্য নেই