গত ১৪ বছরের গরমের রেকর্ড ভাঙল কলকাতা! বৃষ্টির দেখা মিলবেনা আগামী ২ দিনও।
নজরবন্দি ব্যুরোঃ এক দিকে চড়া গরম, অন্য দিকে বৃষ্টি ঘাটতি। নাজেহাল রাজ্যবাসীর। উত্তরবঙ্গের জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে বেশি বৃষ্টি হলেও অন্যত্র বৃষ্টি বেশ কম। বৃষ্টি ঘাটতি ১৬ জেলায়। সবচেয়ে বেশি ঘাটতি হাওড়ায় ৭৭ শতাংশ কলকাতায় ৭২ শতাংশ। সোমবার কোলকাতার তাপমাত্রা ছিল ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস যা গত ১৪ বছরে সব চেয়ে বেশি। গত ১৪ বছরে কলকাতায় জুলাইয়ে সব থেকে বেশি গরম ছিল ২০১৫ সালে।
সেবার ৫ জুলাই কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর জানিয়েছে এ রাজ্যে বর্ষাকালে উত্তর এবং দক্ষিণবঙ্গে একই সঙ্গে সমান বৃষ্টি হয় না। উত্তরে যখন বৃষ্টি হয় দক্ষিণবঙ্গ তখন থাকে প্রায় বৃষ্টিহীন। এখনও তেমনটাই হচ্ছে। আগামী দু'দিন উত্তরবঙ্গে বৃষ্টি হবে। তারপর দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিস্থিতি গড়ে উঠতে পারে। আজ, মঙ্গলবারও কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে গরম বেশি থাকবে।
No comments