ভারতের ক্যারিবিয়ন সফরের পরেই শাস্ত্রী যুগের অবসান।
নজরবন্দি ব্যুরোঃ ওয়েস্ট ইন্ডিজ সফরের পরই মেয়াদ শেষ হয়ে যাবে কোচ রবি শাস্ত্রীর। শুধু কোচ নন সাপোর্ট স্টাফেদের জন্য নতুন করে আবেদন চেয়ে বোর্ড তাদের ওয়েবসাইটে খুব শীঘ্রই বিজ্ঞাপন দিতে চলেছে। উল্লেখ্য, বিশ্বকাপের পর কোচ শাস্ত্রী, বোলিং কোচ ভরত অরুণ, ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার ও ফিল্ডিং কোচ আর শ্রীধরের চুক্তি ৪৫ দিন বাড়িয়েছিল বোর্ড। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ফেরার পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সফর রয়েছে। তার আগে ভারতীয় দলের কোচের পদের জন্য নতুন আবেদন জমা নেমে বোর্ড।
সেক্ষেত্রে রবি শাস্ত্রী পরবর্তী সময় কোচ হতে চাইলে নিজের বায়োডাটা দিয়ে নতুন করে তাঁকে আবেদন করতে হবে।প্রধান কোচ-সহ সবকটি পদের জন্যই নতুন করে আবেদনপত্র চাওয়া হবে বলে সোমবারই বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে পাকিস্তানের কাছে হারের পর অনিল কুম্বলেকে বাদ দিয়ে বিতর্কিতভাবে ভারতীয় দলের কোচ হয়েছিলেন শাস্ত্রী। তাঁর কোচিং-এ ভারত কোনও আইসিসি টুর্নামেন্ট না-জিতলেও, প্রথমবার অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতেছে ভারত। দক্ষিণ আফ্রিকায় প্রথমবার ওয়ান ডে সিরিজেও চ্যাম্পিয়ন হয়েছে শাস্ত্রীর ভারত।
সেক্ষেত্রে রবি শাস্ত্রী পরবর্তী সময় কোচ হতে চাইলে নিজের বায়োডাটা দিয়ে নতুন করে তাঁকে আবেদন করতে হবে।প্রধান কোচ-সহ সবকটি পদের জন্যই নতুন করে আবেদনপত্র চাওয়া হবে বলে সোমবারই বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে পাকিস্তানের কাছে হারের পর অনিল কুম্বলেকে বাদ দিয়ে বিতর্কিতভাবে ভারতীয় দলের কোচ হয়েছিলেন শাস্ত্রী। তাঁর কোচিং-এ ভারত কোনও আইসিসি টুর্নামেন্ট না-জিতলেও, প্রথমবার অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতেছে ভারত। দক্ষিণ আফ্রিকায় প্রথমবার ওয়ান ডে সিরিজেও চ্যাম্পিয়ন হয়েছে শাস্ত্রীর ভারত।
No comments