Header Ads

অবশেষে আকাশ পথের নিষেধাজ্ঞা তুলে নিল পাকিস্তান।

নজরবন্দি ব্যুরোঃ অবশেষে পাকিস্তান তাদের আকাশপথ খুলে দিল। আজ থেকে ভারত ছাড়াও অন্যান্য দেশের বিমান যাতায়াতে আর বাধা রইল না। মঙ্গলবার মধ্যরাত ১২.৪১ মিনিটে আকাশ পথ খুলে দেয় পাকিস্তান। জানা যাচ্ছে, পাকিস্তানের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ নোটাম জারি করে জানায় সব দেশের অসামরিক বিমান যাতায়াতে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। পাকিস্তানের অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষের তরফে এক আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে বলেন “এ দিন ১২.৪১ মিনিট থেকে সমস্ত এয়ারলাইন্সই পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে।
 শীঘ্রই ভারতের বিমান সংস্থাগুলিও পাক আকাশে তার স্বাভাবিক যাত্রাপথে বিমান চালনা করতে পারবে”। পাক আকাশপথে উড়ান নিষিদ্ধ হওয়ার ফলে বিপুল আর্থিক ক্ষতির মুখোমুখি হয় এয়ার ইন্ডিয়া-সহ এ দেশের একাধিক বিমান সংস্থা। প্রসঙ্গত২৬ ফেব্রুয়ারিতে পাকিস্তানের বালাকোটে ঢুকে জইশ-ই-মহম্মদের একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় বায়ুসেনা বিমান। তার পর থেকেই পাক আকাশসীমায় ভারতের বিমান সংস্থাগুলির উড়ানে আংশিক নিষেধাজ্ঞা জারি করে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.