Header Ads

অবশেষে বেতন বৃদ্ধির নির্দেশিকা জারি করল রাজ্য সরকার!

নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনে বঙ্গে শক্তি বাড়িয়েছে বিজেপি। তৃণমূলের হেভি-ওয়েট নেতাদের হারিয়ে ১৮ টি লোকসভা কেন্দ্রে জয় ছিনিয়ে এনেছে গেরুয়া সৈনিকরা। নির্বাচনের ফল ঘোষণার পর তৃণমূলের পরাজয়ের কারণ হিসাবি উঠে আসে নিয়োগ নিয়ে সরকারের উদাসীনতা ও সরকারী কর্মচারীদের উপযুক্ত বেতন না দেওয়া। যদিও নির্বাচনে ধাক্কা খাবার পর থেকে নিয়োগ ও বেতন বৃদ্ধি নিয়ে কিছু উদ্যোগ নিয়েছে সরকার।
গতকাল কর্মচারীদের বেতন বৃদ্ধির ঘোষণা করল রাজ্য সরকার।

এবার রাজ্য সরকারের অধীনস্থ সংস্থার কর্মীদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিল নবান্ন। নবান্ন থেকে এই বিষয়ে গতকাল জারি করা হয়েছে নির্দেশিকা। গ্রুপ-সি এবং গ্রুপ-ডি দুই ক্যাটাগরিতেই বেতন বৃদ্ধির খবর পাওয়া গিয়েছে।
রাজ্য সরকারের অধীনস্থ কোনও কর্মচারী অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকলে তাদের চাকরি থেকে সরিয়ে দেওয়া হবে। পাশাপাশি কোনও আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে তাদের নামে এফআইআর দায়ের করা হবে। যদি ৬০ বছরের আগে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকে তাহলে তার উত্তরাধিকারকে ২ লক্ষ টাকা দেওয়া হবে। পয়লা জুলাই থেকে লাগু করা হবে নতুন এই নির্দেশিকা। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.