Header Ads

দৃষ্টিহীনদের নোট চেনার জন্য আসছে নতুন অ্যাপ।

নজরবন্দি ব্যুরোঃ দৃষ্টিহীনরা কিভাবে চিনবেন নতুন নোট? সেই কথা মাথায় রেখে নতুন নোটে বেশ কিছু চিহ্ন রয়েছে কিন্তু হাত বদলের সাথে সাথে তা নষ্ট হয়ে গিয়েছে। তাই এবার দৃষ্টিহীনদের সুবিধার্থে নোট পরিচিতির বিশেষ অ্যাপ আনতে চলেছে আরবিআই।
 সংস্থার আইনজীবী শ্যাম মেহতা সোমবার বম্বে হাইকোর্টে জানিয়েছেন দৃষ্টিহীনরা যাতে টাকা চিহ্নিত করতে পারেন সেকারণেই বিশেষ অ্যাপ তৈরি করা হচ্ছে। ইতিমধ্যেই চার সদস্যের একটি বিশেষজ্ঞ দল তৈরি করেছে আরবিআই। যাঁরা এই অ্যাপটি তৈরি করছেন। এই বিশেষ অ্যাপ সব মোবাইলেই ফ্রিতে ডাউনলোড করা যাবে। তাতে সুবিধা হবে দৃষ্টিহীনদের।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.